মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালকসহ সহযোগী সন্ত্রাসীরা কাপড়েরর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে জখম করে। এ ভ্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামী করা হয়েছে যশোর শহরের খড়কী কবরস্থান এলাকার হাতেম আলীর ছেলে হযরত আলীসহ অজ্ঞাতনামা সহযোগী ২জন।
যশোর শহরের কারবালা ওয়াপদা গ্যারেজ মোড় মৃত রোকন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দাউদ আলী মৃধার ছেলে শফিকুল ইসলাম শনিবার রাতে রিকশা চালক হযরত আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে কারবালা ওয়াপদা গ্যারেজ মোড়ে চারুলতা হস্তশিল্প নামীয় গার্মেন্টস দোকান রয়েছে। ২৬ সেপ্টেম্বও শনিবার রাত সোয়া ৮ টায় তার দোকানে দু’জন খরিদ্দার কাপড় কেনা করতে আসে। তাদের মধ্যে ভেকুটিয়ার রুবেলসহ দু’জন। খরিদ্দার দু’জন কাপড় কেনাকেটা করে দোকান হতে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকা রিকশা চালক হযরতের সাথে ভাড়া নিয়ে কথা বার্তার এক পর্যায় তর্ক কিতর্কে লিপ্ত হয়। এমন পরিস্থিতি দেখে দোকান হতে শফিকুল ইসলাম নেমে রিকশা চালক হযরত আলী ও তার দু’জন খরিদ্দারকে গোলযোগ থেকে থামিয়ে দোকানে উঠে দোকান্দারী করতে থাকে। হঠাৎ রাত সাড়ে ৮টায় রিকশা চালক হযরতসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২জন দোকানের মধ্যে ঢুকে টেবিলের উপর রাখা স্কেল দিয়ে দোকান মালিক শফিকুল ইসলামকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। মূহুর্তের মধ্যে শফিকুল ইসলামকে রক্তাক্ত জখম করে। শফিকুল ইসলামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হযরত শফিকুল ইসলামকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply