শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে নাসির উদ্দিন রোববার যোগদান করছেন। নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ইলিয়াস হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহন করবেন। নাসির উদ্দিন নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ কয়েক মাস যাবত দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলার সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বলে জানাগেছে। শনিবার জেলা রেঞ্জ অফিস কর্তৃক নাসির উদ্দিনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ পদ থেকে বদলী করে সদর থানায় যোগদানের নির্দেশ দেন। অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেনকে লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
Leave a Reply