বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
হারুন অর রশীদ: যশোরের চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাবার কাঁচা সড়ক নিজস্ব অর্থায়নে ইটের সোলিং করে দিয়েছে স্কুলেরই সাবেক শিক্ষার্থী আব্দল্লাহ আল হামিদ মুন্না। সে ওই গ্রামের বাসিন্দা ও স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী।
চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় ওই স্কুলটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল পরে ২০১৩ সালে প্রধানমন্ত্রী ওই বিদ্যালয় রাজস্বখাতে নেয়। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কটি পাকা করা হয়। কিন্তু সড়ক থেকে স্কুলে পৌছানো পথ ছিল মাটির। বর্ষাকালে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হোত। শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে দেখে সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল হামিদ ১৬ ফেব্রুয়ারি নিজের অর্থায়নে ইটের সোলিং করে দেয়।
এ ব্যাপারে হামিদ বলেন,আমি এ স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী। ২০০৭ সালে এসএসসি পাশ করে যশোর সরকারি এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছি। পাশের পর চাকরি না পেয়ে আউটসোর্সিং এর করছি। স্কুলের শিক্ষার্থীদের যাতায়েতের ক্ষেত্রে খুব বিড়ম্বনায় পড়তে হয়। তাদেও কথা চিন্তা করেই স্ব-উদ্যোগে সড়কটি ইটের সোলিং কওে দিতে পেরে আমি কুব খুশি হয়েছি।সহকারী শিক্ষক মুঞ্জুরা খাতুন তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন স্কুলের একজন সাবেক শিক্ষার্থী সমাজসেবামূলক কাজ করে দিয়েছে যা প্রশংসনীয়। তাকে নিয়ে আমরা গর্ববোধ করছি।
Leave a Reply