বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ন
ভরে নিজের পেটটা
কাজী রকিবুল ইসলাম
সব থলেতে বিড়াল আছে
শব্দ করে শুনি মিয়াও,
এক আধটা মাঝেমধ্যে
ভুল ক্রমে ধরা পড়ে।
স্বপ্নের চূড়ায় উঠে খায়
বড় রুই-কাতলের মুড়া,
মন্ত্র শুধু একটা, দলের নামে
ভরে নিজের পেটটা।
জনগণ পায় নিম্ন অঙ্গেরটা
বেঈমান ঘুষখোর চাঁদাবাজ
এই সময়ের বড় ঈমানদার !
সৎ নিরীহ নীতিবান
পায় লাথি ঝাঁটা তিরস্কার,
দেয় জেল-জুলুম পুরস্কার।
পচে গেছে জাতির বুদ্ধি-বিবেক,
দেশপ্রেমিক জনগণের বাড়ছে উদ্বেগ।
Leave a Reply