মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৫৯ অপরাহ্ন
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আজ বুধবার রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে আগামী ১৭ই অক্টোবর নওগাঁ-০৬ আসন উপনির্বাচনে আওয়ামিলীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল কে বিজয়ী করা উপলক্ষে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি চাতকী আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মর্জিনার সঞ্চালনায় আওয়ামিলীগের দলীয় অফিসে বিকালে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, সাবেক রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-০৬ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।
তিনি বলেন-ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা আওয়ামীলীগকে টিকিয়ে রেখেছে। তারাই পারে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে সুসংগঠিত করতে। এবং তারা কোনদিন দলের সাথে বেইমানি করে না। ত্যাগের মাধ্যমেই সব কিছু অর্জন করা সম্ভব। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতা আছে বলেই আওয়ামী লীগ আজ অত্যন্ত সুসংগঠিত।
তিনি আরও বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে একীভূত হয়ে এগিয়ে আসুন এবং আগামী ১৭ অক্টোবর নৌকার বিজয় সুনিশ্চিত করতে
যুব মহিলা লীগের নেতাকর্মীরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণায় ঝাঁপিয়ে পড়ুন।
তিনি বলেন -শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছেন এই উন্নয়ন গুলো ভোটারদের কাছে তুলে ধরুন তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামাণিক, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন,
নওগাঁ জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফ্রেন্সি চৌধুরী, আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু বানু প্রমুখ।
এছাড়াও রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের ৮ টি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply