ওমর ফারুক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে আজ বুধবার ৩ নং আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৭ই অক্টোবর নওগাঁ-০৬ আসন উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী
আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল কে বিজয়ী করা উপলক্ষে ৩নং আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ালীগীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস ব্রজপুর বাজারে সকাল ১১ টায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, সাবেক রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-০৬ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে সোনার বাংলা এবং দেশ উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন কে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের সমাজ ব্যবস্থা কে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন- বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সবাই কে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশের সমাজব্যবস্থা অসাম্প্রদায়িক চেতনায় সফল ভাবে গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, নওগাঁ জেলা আওয়ামিলীগের সদস্য ও আত্রাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,সহ-সভাপতি আক্কাছ আলী,সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক চেয়ারম্যান আফছার আলী,রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন,আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও আত্রাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, এছাড়াও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জয় বাংলা নিউজ/ওমর ফারুক
Leave a Reply