শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোমিনুর রহমান সভাপতি ও হায়দার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। এ নির্বাচন মোট ২১৪ জন ভোটারের মধ্যে ২০৯জন ভোটারাধীকার প্রয়োগ করেন।১৫টি পদের মধ্যে ১১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনের শাহজাহান আলী জানান, সভাপতি পদে মোমিনূর রহমান ১১৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্ব্িদ্ব ফারুক আহমেদ ৯০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আলমগীর হোসেন ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে হায়দার আলী ১৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব্িদ্ব কাজী নজরুল ইসলাম বাবু ৫৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে কাজী হায়াতুর রাজীব (রনি) ১২৩ ভোট পেয়ে বিজয়ী,সহ-সম্পাদক পদে শেখ নেছার আহমেদ ১২৯ ভোট পেয়ে বিজয়ী,প্রচার সম্পাদক পদে আখতার হোসেন ১২১ ভোট পেয়ে বিজয়ী,সদস্য পদে মোমিনুর রহমান রিপন,ইমামুর রেজা ইমন,হারুন-অর-রশিদ,আবু সালে জিতু,মোস্তাফিজুর রহমান জালাল,শামীম হোসেন,মনজুর রহমান তিলি,মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
Leave a Reply