সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে এক মহিলা যাত্রীর স্বর্ণের চেইন চুরির সময় রিনা খাতুন (৩৫) নামে এক মহিলাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মহিলার স্বামী গোলাম হোসেন সরদার বাদি হয়ে শুক্রবার সকালে কোতয়ালি থানায় রিনা খাতুনসহ অজ্ঞাতন৩/৪জনের বিরুদ্ধে মামলা করে।
রিনা খাতুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের সানু মিয়ার স্ত্রী।
মামলায় উল্লেখ করা হয়েছে গোলাম হোসেন স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছায় মেয়ের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে করে আসছিলেন। নতুনহাট বাসস্ট্যান্ডে নামার সময় রিনা খাতুন ওই গৃহবধূর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন কৌশলে খুলে নেয়। এসময় টের পেয়ে ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এসে রিনাকে আটক করে। পরে তার কাছ থেকে চেইনটি উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply