শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর দড়াটানার অবৈধ স্থাপনা তাজ স্নিকস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করেছে পৌরসভা।
যশোর পৌরসভার সচিব আজমল খান জানান,তাজ স্নাকসের মালিক মিঠু দীর্ঘ দিন ধরে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছিল। তার মৃত্যুর পর স্ত্রী নিরা খাতুন এ ব্যবসা চালায়। এরমধ্যে পৗরসভার পক্ষ থেকে বার বার তাদের স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু তারা কোন ভাবে স্থাপনা বসিয়ে নিচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার পৌরসভা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। বৃহস্পতিবার প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান,পৌরসভার জমি দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছিল। যশোর পুলিশ প্রশাসন পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদকে সহযোগিতা করেছে।
তাজ স্নাকসের স্বাত্বাধীকার শহিদুল ইসলাম বলেন, প্রায় একশ বছর আগে তাজ স্নাকসের জমিসহ ১২ শতক জমি ক্রয় সূত্রে আমার দাদা মালিক হন। এ সুত্রে আমরা ওই জমির মালিক। পৌরসভা অন্যায় ভাবে আমাদের দোকান ভেঙ্গে দিয়েছে।
Leave a Reply