শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:৫১ পূর্বাহ্ন
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ডান হাত ও পা নাড়াতে পারছেন। এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদার শারীরিক অবস্থা সম্পর্কে ডা. বদরুল হক জানান, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।
তিনি বলেন, তার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। কিন্তু গত রাত থেকে তিনি ডান হাত ও পা নাড়াতে পারছেন।
গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালানো হয়। ইউএনও ওয়াহিদা খানম ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন।
আলোচিত ওই হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন। মামলাটি দিনাজপুর জেলা ডিবি তদন্ত করছে।
জয় বাংলা নিউজ/ডেবা
Leave a Reply