বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে স্কুল ছাত্রীকে (১৫) কথিত অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আমিনুর রহমান হৃদয়কে (১৮) আটক করেছে। উদ্ধার করা হয়েছে কথিত অপহৃতাকে। আটক হৃদয় সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
ওই ছাত্রীর পিতা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তারা মেয়ে স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় উত্যক্ত ও কু প্রস্তাব দিতো হৃদয়। কিন্তু তারা মেয়ে কোন সাড়া দিতো না। বিষয়টি জানতে পেরে তিনি নিষেধ করে হৃদয়কে। কিন্তু হৃদয় আরো বেশি করে বিরক্ত করতো। এক পর্যায়ে মুক্তার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়ে বাড়ির সামনে রাস্তার ওপর পৌছালে আসামি হৃদয় আরো দুইতিনজন সহযোগিকে নিয়ে তাকে ফুসলিয়ে একটি প্রাইভেটকারে করে উঠিয়ে পালবাড়ির মোড়ের দিকে চলে যায়। পরে তিনি পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই মেয়েকে উদ্ধার করে এবং হৃদয়কে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠিয়েছে।
Leave a Reply