সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে মুড়লি দাশ (৮০) নামরে এক বৃদ্ধ করোনা রোগীর মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দিন আগে করোনা সন্দেহে মুড়লি দাশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এসময় তিনি করোনার নমুনা দেন। মঙ্গলবার তার রিপোর্টে পজিটিভ আসে। ওই দিন দুপুরে তাকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। রাত ৩টা ৫০ মিনিটে হাসপাতালের ডাক্তার হুসাইন আলী তার মৃত্যু ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৪৩জনের।
Leave a Reply