রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
মেসবাহুর রহমান: চার প্রকার জিনিস ব্যতীত দুনিয়ার সবকিছুই অভিশপ্ত।হযরত আবুহুরায়রা রাযি. থেকে বর্ণিত,তিনি বলেন,রাসুল (স) ইরশাদ করেছেন:(চার প্রকার জিনিস ব্যতীত) দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত।১.আল্লাহ পাকের যিকির ২.তার সাথে সংগতিপূর্ণ নেক আমল ৩.আলিম ৪. ইলমেদ্বীন অন্বেষণকারী। কারনসাহাবায়ে কিরামের যিন্দেগী ছিলো সম্পূর্ণ লোভমুক্ত।তারা নিজে না খেয়ে অপর ভাইকে দিতেন এ কারণে তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছেন এবং আখেরাতেও তারা জান্নাতের বাদশাহী করবেন কিন্তু আমাদের অবস্হা এর সম্পূর্ণ বিপরীত।বাড়ী,গাড়ী,সম্পদ,সম্মান কোনো কিছুতেই যেন আমাদের মন ভরে না।শুধুচাই আর চাই।এ জন্যে আমরা দুনিয়াতেও লাঞ্চিত,আখেরাতেও বঞ্চিত।
Leave a Reply