সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৬:৩০ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও এলাকায় তেলবাহী ট্রেন লরির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার অদূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান।
তিনি আরও জানান, ট্রেন হুয়াগন (তেলের লরি) চট্রগ্ৰাম থেকে তেল বহন করে সিলেটে এসেছিল, সিলেটে থেকে চট্টগ্রাম ফেরার পথে লাইনচ্যুত হয়। পুরো তেলের ট্রেনের লরি ছিল খালি। মাইগাঁও এলাকায় পৌঁছামাত্রই লরির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি উদ্ধার করতে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে এসেছে।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply