মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :যশোরে আাইনজীবী সালাহউদ্দিন স্বপন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর যশোর জেলা স্কুলের মাঠে জানাজা শেষে কারবাল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা জায়, প্রবীন আইনজীবী সামসুর রহমান, বদিউজ্জামান খান, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী, সহসভাপতি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান, আসাদুর রহমান খান সেলিম, গনতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্য হারন অর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন কিউনি জনিত রোগ সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এর মাঝে তার অবস্থার অবনতি হয়।পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গততিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য,সালাহউদ্দিন স্বপন ১৯৭৮ সালের ২৫ অক্টোবর আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি যশোর শহরের খড়কি এলাকার মৃত আলাউদ্দিন আহম্মেদের ছেলে। রোববার জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। পরে যশোরজেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply