শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠনের মধ্যে ছিল গান,নৃত্য, কবিতা আবৃত্তি, চরিত্র চরিত্রায়ন ও পুতুল নাচ।
বসন্তের প্রথম দিনকে বরণ করে নেওয়া জন্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাত্রীরা পরে বাসন্তী শাড়ি আর ছেলেরা পরে পাঞ্জাবি।
যবিপ্রবির ইংরেজি বিভাগ আয়োজন করে বসন্তের জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য। কবিতা আবৃত্তি। ইংরেজি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের কয়েকটি উপন্যাসের চরিত্রায়ন। দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান মেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিবুর রহমান, ফারজানা নাসরীন,আব্দুল্লাহ আল মামুন,তন্ময় মজুমদার, প্রভাষক আল ওয়ালিদ, ফারহানা ইয়াসমিন,ফারিহা-তুয যোহরা চৌধুরী প্রমুখ।
Leave a Reply