রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বাঘারপাড়া সড়কের প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধু নিহত হয়েছে। এ সময় চারজন আহত হয়েছে।
নিহত হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খানমাত্রা গ্রামের নাজমুল খন্দকারের স্ত্রী সোনিয়া খাতুন(২৪)। আহতরা হচ্ছে শিশু সিয়াম,নামজুল খন্দকার,রিজিয়া বেগম ও মিঠুন কবিরাজ। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায় বুধবার বিকেলে প্রাইভেটকার চালক নাজমুল খন্দকার যার নাম্বর (ঢাকা মেট্রো খ ১১-৮৩১৫) তার স্ত্রী সোনিয়া খাতুন,ছেলে সিয়াম(৪), খালা রিজিয়া বেগম(৪৫) ও বন্ধু মিঠুন কবিরাজ(২৫) ভাঙ্গা থেকে যশোরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যশোর-নড়াইল সড়কের আয়াপুর এলাকায় পৌছালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মেগহনি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় সোনিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় শিশু সিয়াম, নামজুল খন্দকার, রিজিয়া বেগম ও মিঠুন কবিরাজ। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। বাঘারপাড়া থানার এ.এস.আই খাদেমুল ইসলাম জানান প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply