মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:৩৪ অপরাহ্ন
জয় ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশ যেন মঙ্গল গ্রহের আকাশের মতো দেখাচ্ছে। কমলা রঙ এবং লাল আভায় ডেকে গেছে সানফ্রান্সিসকো, ওয়াকল্যান্ড এবং বার্কলেইয়ের আকাশ। বনে দাবানলের আগুনের ফলে আকাশে ধোঁয়া উড়ে এমনটা হয়েছে। খবর সিএনএনের।
দমকা বাতাস ও শুকনো অবস্থা আরো ভয়ঙ্কর করে তুলছে যুক্তরাষ্ট্রের দাবানলকে। বুধবার দেশটির পশ্চিমে ‘নজিরবিহীন’ দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ওরেগন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের আশঙ্কা পাঁচটি ছোট শহর ধ্বংস করে দিয়েছেন দাবানল। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। একদিনে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ মাইল সবুজ অরণ্য। পুড়েছে বাড়িঘরও।
প্রশাসনের মতে, ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাস ওরেগন ও ওয়াশিংটনের বড় অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে দিচ্ছে। অথচ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের ঠাণ্ডা ও আর্দ্র জলবায়ুর কারণে এই অঞ্চলে এমন ঘটনা একেবারে বিরল।
প্রায় ১০০টি দাবানল দেশের পশ্চিমে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় ২৮টি যেখানে প্রায় ৯ লাখ ৩০ হাজার ৮০০ হেক্টর জমি পুড়ে ছাই।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply