সুরুজ আলী,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম বনপাড়া পৌরসভা কালিকাপুর নতুন বাজার বণিক সমিতির সভাপতি বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনের চাচাতো বড় ভাই শরিফুল ইসলামের অকাল মৃত্যুতে বনপাড়া পৌরসভার উদ্দ্যোগে বৃহস্পতিবার সকালে বনপাড়া পৌরসভার হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল হামিদ শেখ এর সঞ্চালনায়, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে, অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু,
সাবেক জুয়াড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ সাহা,পৌর আওয়ামীলীগ ২নং ওর্য়াড সভাপতি রেজাউল করিম মৃধা, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস , শোক সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । সুধী সমাজ,সাংবাদিক বৃন্দ। শোক সভা শেষে শরিফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়, দোয়া শেষে তবারক বিতারণ করা হয়।
Leave a Reply