মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা কাজী মোহাম্মদ হুসাইন বাল্য বিয়েসহ একাধিক অভিযোগের সাথে জড়িত বলে কাজী সমিতির এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি রেজাউল করিম, সদর সভাপতি মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিস আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, গত ৩১ আগস্ট সমিতির এক সভা চলাকালিন সময়ে কাজী মোহাম্মদ হুসাইন সভাস্থলে উপস্তিত হন। সময় সমিতি সেক্রেটারি মোশারফ হোসেন বক্তব্য রাখছিলেন। বক্তব্যে বাল্য বিয়ের কুফল, বিয়ে ও তালাকের সকল কার্যক্রম আইনগত দিক লক্ষ্য রেখে কাজ করতে বলেন কাজীদের। এ সময় হুসাইন তাকে অশালীন ভাষায় গালমন্দ ও বোমা মেরে হত্যার হুমাকি দেন। উপস্থিত কাজীরা প্রতিবাদ করলে তিনি পালিয়ে যান। প্রকৃত পক্ষে হুসাইন দীর্ঘদিন ধরে বাল্য বিয়ে ও বিয়ে তালাকের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বাল্য বিয়ে রোধে তার এ কর্মকান্ড বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
Leave a Reply