শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
অর এম রিপোন: যশোর সরকারি মহিলা কলেজে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা আগামী শুক্রবারে অনুষ্ঠিত হবে। তবে বুধবার সকাল ৭টা থেকে ৯টা পযর্ন্ত রেজিস্ট্রেশন চলবে।
এ প্রতিযোগীতা সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষে প্রস্তুতি কমিটির বাপক ভাবে কাজ কর চলেছে। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জহির ইকবাল নান্নু এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মবিনুল ইসলাম মবিন,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,কো-চেয়ারম্যান সুমন হোসেন জিনো,ডিবেট ক্লাবের সভাপতি বাইজিত মাহামুদ প্রমুখ। এ বারের উৎসবে থাকছে বর্ণাঢ্য র্যালি,শো-ডিবেট, মিট দ্য সেলিব্রেটি, সাংস্কৃতিক অনুষ্ঠান,বির্তক প্রতিযোগিতা,বারোয়ারি বির্তক,কুইক-কুইজ,উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা।
Leave a Reply