রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ‘বন্দুকযুদ্ধে’ বাবু নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল থেকে এস আই হায়াত মাহমুদ ওই লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি,বাবু একজন ডাকাতের সদস্য। ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ডাকাত সদস্য নিহত হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান‘মঙ্গলবার গভীর রাতে আমরা খবর পাই সদরে রহমতপুর কানাগেট এলাকায়
গোলাগুলি হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্টটে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান,এক রাউন্ড গুলি,দুটি হাসুয়া,গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। চিকিৎসক আহমেদ তারেক সামস জানান,নিহতের মাথায় গুলি করা হয়েছে।
Leave a Reply