মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরের খাজুরায় ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় দুই জন আহত হয়। সোমবার বিকেল চারটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কেষ্টপুরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানায়, যশোর থেকে মাগুরামুখী একটি হিরো কোম্পানীর রেজিষ্টেশন বিহীন হাঙ্ক মটর সাইকেল কেষ্টপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-উ-১৪-২৯৬২) মুখে পড়ে। ঘটনাস্থলেই মটর সাইকেলের চালক ও আরোহী নিহত হয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে ট্র্রাকের ভেতরে চালক চাপা পড়ে ও হেলপার সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়।
নিহতদের একজন মটর সাইকেলের চালক যশোর শহরের বেজপাড়ার আক্তার হোসেনের ছেলে শামীম হোসেন (২৮)। অন্যজন মটর সাইকেলের আরোহী শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার রমজান আলীর ছেলে শাওন হোসেন (২৫)। এরা সম্পর্কে বন্ধু। শহরের আরএন রোডের নতুন বাজারে দু’জনের লাকী মটর পার্টস নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আহত ট্রাক ড্রাইভার ময়মনসিংহয়ের মুক্তাগাছা উপজেলার মঙ্গলসেন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ফজলুর রহমান (৬০) ও হেলপার।
খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করা হয়। আহত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করতে বাঘারপাড়া উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
Leave a Reply