শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর ঝিকরগাছার নির্বাশখোলার খ্রিস্টান পাড়ার রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক কুখ্যাত ডাকাত বাহার আলীর তরফদারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বাহার আলী নাভারন পুরতান বাজার এলকার আশিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৮ আগস্ট গভীর রাতে একদল ডাকাত রানা বিশ্বাসের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে সোনার গহনা, নগদ টাকাসহ ৫ লাখ ৮হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে রানা বিশ্বাস অপরিচিত ৭/৮ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় ডাকাতি মামালা করেন। এ মামলায় আটক আব্দুস সালাম, তৌহিদুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে দলনেতা বাহার আলীকে আটক করা হয়। তদন্তকারী কর্মকর্তা আটক বাহার আলীর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল শুনানি শেষে বিচারক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply