মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ২৯ জন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা তারা তাদের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দিয়েছেন।
প্রার্থীরা হচ্ছে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও ফকির শওকত, সম্পাদক পদে এসএম তৌহিবুর রহমান ও আহসান কবীর বাবু। যুগ্ম-সম্পাদক পদে মনিরুজামান মনির, মোকাদ্দেছুর রহমান রকি,জাহিদুল কবীর মিল্টন ও সরোয়ার হোসেন। কাষাধ্যক্ষ পদে কাজী আশরাফুল আজাদ ও ওহাবুজ্জামান ঝন্টু,দপ্তর সম্পাদক পদে তৌহিদ জামান ও সাকিরুল কবীর রিটন,সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মিজানুর রহমান মুন ও তহীদ মনি। সদস্য পদে হানিফ ডাকুয়া,সৈয়দ শাহাবুদ্দিন আলম,শেখ আব্দুল্লাহ হুসাইন, সাজ্জাদ গণি খান রিমন,ফিরোজ গাজী,মুর্শিদুল আজিম হিরু,এম আইউব,আব্দুল ওয়াহাব মুকুল,আব্দুল কাদের,জাহিদ আহমেদ লিটন ও সফিক সাঈদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Leave a Reply