শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার যশোর দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন পরিচালনা কমিটি চারজনকে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করেছেন। বিজয়ীরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মনি,অর্থ সম্পাদক সরোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী,দপ্তর সম্পাদক মামুনুর রহমান সোহাগ।
১১টি পদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২১৪জন ভোটার তারা তাদেও ভোটারাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনের প্রধান যশোর সদর সাব-রেজিষ্ট্রার শাহজাহান আলী জানান, সভাপতি পদে আলহাজ্ব মোমিনূর রহমান ও ফারুক আহমেদ বাবু,সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম (কাজীবাবু) ও হায়দার আলী, সহ-সভাপতি পদে মহাসীন আলী ও আলমগীর হোসেন,যুগ্ম সম্পাদক পদে কাজী রবিউল ইসলাম ও কাজী হায়াতুর রাজীব (রণি),সহ-সম্পাদক পদে শেখ নেছার আহমেদ ও সামসুল আলম টুটুল, প্রচার সম্পাদক পদে কাজী মহিউদ্দিন বাপ্পী ও আখতার হোসেন প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৮টি সদস্য পদে ১১জন প্রতিদ্বন্ধিতা করছেন।
Leave a Reply