বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : চাঁচড়া ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকেলে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে ৭৬ বোতল ফেনসিডিলসহ তিন মহিলাকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে,যশোর অভয়নগর উপজেলার বুঁইকারা গ্রামের বর্তমানে যশোর সদরের বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের মৃত রফিকুল রহমানের স্ত্রী জেসমিন খাতুন ওরফে নার্গিস, যশোর সদরের বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের মৃত ইফনুস মোল্যার স্ত্রী খাদিজা বেগম ও তার মেয়ে আকলিমা খাতুন ওরফে সাবিনা।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এমসআই ইব্রাহীম খলিল জানান,মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে ফেনসিডিল বেচাকেনার উদ্দেশ্যে বিক্রেতারা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে জেসমিন খাতুন ওরপে নার্গিস,খাদিজাবেগম ওরফে হাফিজা ও তার মেয়ে আকলিমা খাতুন ওরফে সাবিনা দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে জেসমিন খাতুন ওরফে নার্গিসের দখল হতে ২৫ বোতল,খাদিজা বেগম ওরফে হাফিজার দখল হতে ২৫ বোতল ও আকলিমা খাতুন ওরফে সাবিনার দখল হতে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বুধবার গ্রেফতারকৃত ও তাদের কোলে থাকা শিশুদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply