মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
ঝিকরগাছা সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোর ঝিকরগাছায় বিআরডিবি সমিতির উদ্যোগে বুধবার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি যশোরের ডিডি তপন কুমার মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও থানার ওসি আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রওশন আরা, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনারুল কবির ও পজীব কর্মকর্তা আনিসুর রহমান প্রমূখ।
Leave a Reply