শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মাহিদিয়া সম্মিলনী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হুসাইনের বিরুদ্ধে মঙ্গলবার প্রেসক্লাব যশোরে শিক্ষক মাহাবুবুর জামান সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রিমা খাতুন, বোন ফরিদা খাতুন ও বোনের স্বামী শাহ আলম।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০১৩ সাল থেকে বিনা বেতনে মাহিদিয়া সম্মিলনী আলিম মাদরাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০১৫ সোলে তাকে নিয়োগ দেয়া হয়। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ফারুক হুসাইন তাকে নিয়োগ দেয়ার জন্য মাদরাসা বোর্ড, ম্যানেজিং কমিটি ম্যানেজ, নিয়োগ কমিটি গঠন ও মাদ্রাসার বিল্ডিং উন্নয়নের কথা বলে ১৬ লাখ টাকা নেন। ২০১৯ সালে প্রতিষ্ঠানের আলিম শাখা এমপিওভুক্ত হয়। চলতি বছরে নতুন এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেতে আবেদন করেন। ওই আবেদনে অধ্যক্ষ তাকে বাদ নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শারমিন আক্তার নামে একজনকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ব্যাকডেটে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করান। শারমিন আক্তার এরিয়ারসহ বেতন-ভাতা উত্তোলন করেছেন।
Leave a Reply