মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ঝিকরগাছায় তৃষা আক্তার মিতু (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী খুলনাগামী ট্রেনে কাটা পড়েছে। সে নাভারন সরদার বারিপোতা গ্রামের রনি খাতুনের মেয়ে ও নাভারন মহিলা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
রনি খাতুন জানান সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তৃষা আক্তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। চান্দেরপোল এলাকার ট্রেনে কাটা পড়েছে বলে খবর পাই।জিআরপির এসআই আব্দুল আলিম বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করি। পরে তার লাশ উদ্ধার করে বেনাপোল জি আরপি থানায় প্রেরণ করি।
Leave a Reply