শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন
চৌগাছা সংবাদদাতা: যশোর চৌগাছার দশপাকিয়া ক্যাম্পের পুলিশ অভিযান চালায়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে একশ’৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে চৌগাছার রঘুনাথপুর গ্রামের খাইরুল, ইসলাম ও পাশাপোল গ্রামের শামনুর হোসেন।
দশপাকিয়া ক্যাম্পের আইসি এসআই আব্দুল জলিল জানান রোববার রাতে ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একশ’৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, আটক তিনজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসাযী।
Leave a Reply