শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি : সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি প্রদানের দাবীতে ৩১ আগস্ট সোমবার সকালে মোংলানদীর পাড়ে মামার ঘাটে পর্যটন ব্যবসায়ী বৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ট্যুর অপারের্টস অব বাংলাদেশ’র সদস্য সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লা। সমাবেশে বক্তব্য রাখেন ট্যুর ব্যবসায়ী খায়রুল ইসলামখোকন, এমদাদুল হক, খান রূপম ও পৌর কাউন্সিলর আঃ কাদের।সমাবেশে বক্তারা বলেন কক্সবাজার, কুয়াকাটা, সিলেটসহ দেশেরসব পর্যটন অঞ্চল খুলে দেয়া হয়েছে। অথচ অদৃশ্য শক্তির কারনেসুন্দরবনে পর্যটক প্রবেশের জন্য এখনও পর্যন্ত খুলে দেয়া হয়নি।করোনাকালে সুন্দরবনে পর্যটন শিল্প’র সাথে যুক্ত ৫ হাজার মানুষ৬ মাস ধরে কর্মহীন আছে। বক্তারা অবিলম্বে সুন্দরবনে পর্যটকপ্রবেশের অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবীজানান। সমাবেশে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরাস্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। মানববন্ধনে পর্যটন শিল্প’র সাথে যুক্ত কয়েক’শ শ্রমজীবি মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply