বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শিক্ষাবোর্ডে সরকারি গাছ কাটা হয়েছে টেন্ডার বা বোর্ড মিটিং ছাড়া। কাটা গাছগুলো এখনো ওই স্থানে পড়ে আছে। গাছ কাটা হয়েছে মেহগিনি ও নারিকেল। বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্যে যশোরের উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।
গংশ্লিষ্ট সূত্র জানায় কয়েকদিন আগে যশোর শিক্ষাবোর্ডের রেস্ট হাউসের সামনে থেকে চারটি বড় মেহগিনি ও কয়েকটি নারিকেল গাছ কাটা হয়েছে। গাছগুলো এখনো ওই স্থানে পড়ে রয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেড শফিকুল ইসলাম বলেন,শিক্ষাবোর্ড স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। গাছ কাটতে হলে প্রথমে প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়ে অনুমোদ করে বনবিভাগ দ্বারা মূল্য নির্ধারণ করতে হবে। এ সমল নিয়ম কানুন মেনে গাছ কাটা যাবে।শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবর রহমান বলেন,শিক্ষাবোর্ডে ইচ্ছা মতো কোন কিছুই করা যায় না। সিদ্ধান্ত নিয়েই কাজ করা হয়।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম বলেন,শিক্ষাবোর্ডের প্রয়োজনে গাছ কাটা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্যে উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।
Leave a Reply