শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ঐতিহ্যবাহী জেলা পরিষদ ভবন। এ ভবন রক্ষার পক্ষে মতামত দিয়েছেন সাংবাদিকসহ সচেতন মহল। ইতিহাস ও কালের সাক্ষি হয়ে থাকা ভবনটি রক্ষার জন্যে সোমবার জেলা পরিষদ ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্থায়ীন সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাংস্কৃতিক নেতা হারুন অর রশিদ,সিনিয়র সাংবাদিক রকুনউদদৌলাহ, ফরাজী আহমেদ সাঈদ বুলবুল,সাংবাদিক নেতা সাকিরুল কবীর রিটন ও সাংবাদিক অসীম বোস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,নির্বাহী কর্মকর্তা এসএএম রফিকুন্নবী,প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply