বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
জয় ডেক্স: বিভিন্ন দেশের উঁচু ইমারত দেখে আমরা কখনও কি ভেবেছি যে এগুলো কিভাবে পরিস্কার রাখা হয়? কতোটা ঝুঁকি নিয়ে এই ভবনগুলোকে দৃষ্টিনন্দন রাখতে সাহায্য করেন এই পরিচ্ছন্নতাকর্মীরা। জানতে চোখ বুলিয়ে নিন এই ছবিগুলোয়
জীবনের ঝুঁকি নিয়ে উঁচু ইমারত সাফ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
ভবনের সর্বোচ্চ তলায় ওঠার পর নীচের দৃশ্যপট ঝাপসা মনে হয়।
ফোর্থ রোড সেতুতে পরিচ্ছন্নতার কাজ চলছে
বিশ্বের নান্দনিক ভবনের একটি এই কেলপিস। সেখানে দঁড়িতে ঝুলে পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে
কাছ থেকে, কেলপিস ভবনের ভেতরের অংশেও পুরো দমে চলছে পরিচ্ছন্নতার কাজ
সূত্র :বিবিসি বাংলা
Leave a Reply