বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে গত ২৪ ঘন্টায় আরো ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রোববার জেলায় এ ফলাফল ঘোষণা করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যশোর জেলার সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান,জেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশ’৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত ৩৮ জন পজেটিভ।
Leave a Reply