সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
জয় ডেক্স: বৃহস্পতিবার রাতে কন্যা খাতিজার বোরখা পরাকে সমর্থন করে তিনি টুইট করেছেন, ‘ফ্রিডম টু চুজ’, অর্থাৎ পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা বলে।স্ত্রী আর দুই মেয়ের সঙ্গে শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ছবিটি টুইটারে প্রকাশ করে মি. রহমান লিখেছেন, “আমার পরিবারের তিন অমূল্য নারী খাতিজা, রাহিমা এবং সায়রার সঙ্গে নীতা আম্বানিজি।”তার নিচেই হ্যাশট্যাগ করেছেন ‘ফ্রিডমটুচুজ’।ওই ছবিটিতে স্ত্রী এবং এক কন্যা রাহিমার মুখ দেখা গেলেও আরেক কন্যা খাতিজা কালো রঙের একটি বোরখা পরে রয়েছেন। তার মুখও ঢাকা রয়েছে ছবিটিতে।ক’দিন আগে থেকেই সামাজিক মাধ্যমে কন্যা খাতিজার বোরখা পরা নিয়ে যে বিতর্ক চলছিল, মি. রহমানের নতুন টুইটের পরে তা আরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।একদল বোরখা পরা নিয়ে তির্যক মন্তব্য করছেন, অন্য দল মি. রহমানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে বলে।
”মহাভারত” নামের এক টুইট ব্যবহারকারী মি. রহমানের টুইটের জবাবে লিখেছেন, “প্রথমত খাতিজা-জীর নিশ্চয়ই ডিনার করতে বেশ অসুবিধা হয়েছে। দ্বিতীয়ত, খাতিজা-জী তার বদলে অন্য যে কাউকেই পাঠিয়ে দিতে পারতেন, কেউ চিনতে পারত না।”তবে ”মহাভারত”কে জবাবও দিয়েছেন শ্রীরাম ভি নামে আরেক টুইট ব্যবহারকারী।তিনি লিখছেন, “নিম্ন রুচির পরিচয় দিলেন ভাই। রাজপুত নারীরাও তো মাথায় ঘোমটা দিয়ে থাকে, তারাও নিজেদের মুখ দেখান না কাউকে। হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান করে। সেজন্যই এখানে সব ধর্মের সহাবস্থান রয়েছে।”এ আর রহমানের টুইটটি এখনও পর্যন্ত হাজার মানুষ লাইক করেছেন, রিটুইট করেছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ আর মন্তব্য করেছেন দুই হাজার দুশো ব্যক্তি.. সূত্র :বিবিসি বাংলা
Leave a Reply