বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে যশোর শহরের ঘোপ এলাকার আব্দুস সবুরের ছেলে সুজন ওরফে ছোট সুজন,শেখহাটি খাঁপাড়ার তাজু শেখের ছেলে তামিম,একই এালাকর জামরুলতলার রেজাউলের ছেলে ফয়সাল,হারুন শেখের ছেলে সুমন। রোববার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনসার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল গোলাম রব্বানী ও কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে আটককৃতরা স্বীকার করেছে আসামীরা
পরিকল্পিত ভাবে মামুনকে খুন করা হয়েছে। যশোর সদরের বাবলাতলা কালীতলা এলাকার দুলাল হোসেনের ছেলে বাপ্পা শনিবার বিকালে একটি মেয়েকে নিয়ে শহরতলী শেখহাটি এলাকায় যায়। এ সময়
সাগর, ফয়সাল, ইমন, মঞ্জিল, সুমনসহ তাদের সহযোগিরা বাপ্পা ও মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। এ সময় মোবাইলে বাপ্পা তার বন্ধুদের বিষয়টি জানায়। তাদেও উদ্ধার করতে নিহত মামুন ও বন্ধু আরিফ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাগর গ্রুপ মামুন ও পরে আরিফকে ছুরিকাঘাত করে। এ সময় সাগরের মা শেফালি ঠেকাতে গেলে দুর্বৃত্তরা শেফালিকেও ছুরিকাঘাত করে। এ ঘটনায় পুলিশ ওই রাতে যশোর সদরের ঘোপ এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন,তামিম,ফয়সাল ও সুমনকে আটক করে।
Leave a Reply