সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক সেবন ও মাদক রাখার দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান কোর্ট ১বছরের কারাদন্ড প্রদান করেছেন। অভিযুক্ত মনছুব আহমেদের বিরুদ্ধে ভ্রাম্যমান কোর্টে স্বাক্ষী দিয়েছেন তার মা ও বড়ভাই।
কারাদন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মনছুব আহমেদ (৪৮) সে উপজেলা সদরের দেওয়ান দিঘীর পূর্ব পাড়ার আরকান উল্লার পুত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমান কোর্টে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত মনছুব আহমেদ একজন মাদকসেবী।
সে দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের পাশাপাশি বাড়িতে মাদক রাখতো বলে ও অভিযোগ রয়েছে।
পরিবারের লোকজনের অভিযোগ পেয়ে থানা পুলিশ মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করে ভ্রাম্যমান কোর্ট হাজির করেন।
দন্ডপ্রাপ্ত মনছুব আহমেদের মা ও বড়ভাই ভ্রাম্যমান কোর্টে তার বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করে অভিযোগের সত্যতা প্রমান করলে তাকে এ দন্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply