শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সম্প্রতি ছুরিকাঘাতে খুন হওয়া আব্দুল্লাহ আল মামুনের লাশ রোববার দুপুর ১২ টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার লাশ গ্রহণ করেছেন নিহতের ভাই আতিকুর রহমান। মামুনের লাশ ময়নাতদন্ত করেনযশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা.বাবলু কুমার বিশ্বাস।
এদিকে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সমীর কুমার সরকার জানান মামুন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজন আটক করা হয়েছে। তবে কাদেরকে আটক করা হয়েছে তা বলা যাচ্ছে না। নিহতের পরিবার অভিযোগ করেছেন। তাতে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
উল্লেখ্য: আব্দুল্লাহ আল মামুন শনিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে খুন হয়।
Leave a Reply