শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:সোহাগ পরিবহন যশোর কাউন্টারের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিবহনের বুকিং ক্লার্ক আজিজুল আলমকে আটক করে। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন,শনিবার সকালে একজন ভদ্রমহিলা যশোর উপশহর সোহাগ পরিবহনের ৩০৯ নম্বর কোচে ৫৫০ টাকায় টিকিট কেটে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িতে ওঠার সময় টিকিট খুজে না পাওয়ায় ওই যাত্রীর সাথে অসদাচরণ করেন সোহাগ পরিবহনের কাউন্টারের লোকজন। এক পর্যায় ওই ভদ্রমহিলা বাধ্য হয়ে আবারও টাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ ঘটনায় তিনি মোবাইলফোনের মাধ্যমে যশোরের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নিদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামশেদুল আলম ঘটনাস্থলে যান এবং কাউন্টারের বুকিং ক্লার্ক আজিজুল আলমকে আটক করে আদালতে নেয়।
তিনি আরও জানান পরিবহনের অনলাইন সিস্টেমে দেখা যায় ওই ভদ্রমহিলা টিকিট কেটেছেন। পরে আদালতে দোষ স্বীকার করে মুচলেকা দিয়ে এবং টাকা ফেরৎ দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply