সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে বৃ-কাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা হেলেন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপীনাথপুর ঈদগাহ মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা লতিফা হেলেনের হত্যাকারীদের চার্জশিট প্রদানসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান। মানববন্ধনে স্কুল শিক্ষিকা লতিফা হেলেনের মা মনোয়ারা বেগম এবং মেয়ে মিতু খাতুনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
২০১৯ সালের ২৩ জুলাই রাতে উপজেলার গোপীনাথপুর গ্রামে নিজ বাড়িতে স্কুল শিক্ষিকা লতিফা হেলেনকে হত্যা করে দুবর্ৃত্তরা। পরে লতিফার সাবেক স্বামী মমিন উদ্দিনকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এঘটনায় প্রধান আসামী গ্রেফতারের পর জামিনে বের হয়ে আসলেও অপর দুই আসামীকে পলাতক রয়েছে। দীর্ঘ এবছরেও হত্যা মামলাটির চার্জশিট দেয়নি পুলিশ।
Leave a Reply