বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন
আবিদুর রেজা খান: দুপুর ১২ টার দিকে পৌছে গেলাম ঝিনাইদাহ জোহান ড্রিম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টের প্রধান ফটকের সামনে। রিসোর্টের আভ্যন্তরিন সৌন্দয্যা দেখতে দেখতে পৌছালাম আমাদের স্পটে। যে যার মতো বেরিয়ে পড়লো যতটুকু আনন্দ ভোগ করে নেওয়া যায়। বিভিন্ন স্পট দেখে ফিরে এলামনিদিষ্ট স্থানে।
জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হলো শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা। সব থেকে জমে উঠেছিল শিশুদেরে চকলেট খাওয়র প্রতিযোগীতা। মহিলাদের জন্যে জমকালো আয়োজন ছিল চেয়ার সিটিং। পরে শুরু হয় সংগীত প্রতিযোগীতা। জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার মধ্যে অসংখ্য গুনি সংগীত শিল্প যার বিকাশ ঘটেছে এ প্রতিযোগীর মাধ্যমে।
পওে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার সভাপতি কৃষিবিদ ইবাদ আলী ,সহ সভাপতি শহিদুল ইসলাম,উপদেষ্ঠা আবিদুর রেজা খান,রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মিলন হোসেন,সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল,কোষাধ্যক্ষ ফারুক হোসেন,প্রচার সম্পাদক ফিরোজ হোসেন,কার্যপরিষদের সদস্য নজরুল ইসলাম। এক রাশ অনাবিল শান্তি আর মধুময় স্মুতি নিয়ে ফিরে এলাম নিজ গৃহে। তবে এ ভ্রমণ আমার চোখে আর হৃদয়ে থকবে আমরণ পর্যন্ত। আমি ভ্রমণ সঙ্গীদের কাছে এক রাশ ভালোবাসা ও শুভেচ্ছা অর্পণ করে শেষ করলাম আবেগময় ভ্রমণ কাহিনী। শেষ করা আগে দুঃখ প্রকাশ করলাম কেউ লেখা দিয়ে সাহায্য করলেন না।
Leave a Reply