রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
আর এম রিপোন: সকালে যশোর-নড়াইল সড়কের নুড়িতলায় এম্বুলেন্সের ধাক্কায় আরফিন মোল্যা (৪০) নামে এক জুট মিলের শ্রমিক নিহত হয়েছে।সে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঘোপ গ্রামের মৃত ছাকেন মোল্যার ছেলে ও আহাদ জুট মিলের শ্রমিক।
পরিবারের লোকজন জানায় মিলের কাজ শেষ করে শনিবার সকালে আরফিন মোল্যা সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের নুড়িতলায় পৌছালে
একটি এম্বুলেন্স যার নাম্বর ঢাকা মেট্রো-চ (৭১০১৫০)তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ সকাল সাতটার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
যশোর কোতয়ালি থানার এস আই খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
Leave a Reply