শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের ফরিদপুর দাড়িপাড়ার স্কুল পড়ুয়া শিক্ষার্থীতে অপহনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহরণের একদিন পর ওই শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী নয়ন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সে যশোর সদরের শেখহাটি জামরুল তলার আব্দুর রউফের ছেলে।
ফরিদপুর দাঁড়িপাড়ার শের আলী সরদারের স্ত্রী রেখা বেগম সোমবার কোতয়ালি থানায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা করেন। আসামীরা হচ্ছে,সদরের শেখহাটি জামরুল তলার আব্দুর রউফের ছেলে নয়ন হোসেন ও আব্দার হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস।
রেখা বেগম জানান তার মেয়ে ১০ শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার সময় নয়ন হোসেন উত্যক্ত করতো। বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করায় নয়ন হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৬ আগষ্ট সকাল ৯ টায় মুক্ত খাতুন বাড়ির সামনে মুদী দোকানে কেনা কাটার জন্য যাচ্ছিল। সকাল ৯ টায় বাড়ির পশ্চিম পাশে র্পৌছালে নয়ন হোসেন, আব্দুল কুদ্দুস হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জন সাদা রংয়ের মাইক্রোবাস যোগে মুক্তা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে যশোরের দিকে চলে আসে। ১৭ আগষ্ট দুপুর ১২ টায় ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ইছালী গ্রামের জনৈক শাহাদৎ হোসেনের বাড়ির সামনে থেকে নয়ন হোসেনকে গ্রেফতার ও অপহৃতা মুক্তা খাতুনকে উদ্ধার করে। মঙ্গলবার ১৮ আগষ্ট নয়ন হোসেনকে আদালতে সোপর্দ করে। মুক্তা খাতুনকে আদালতে সোপর্দ করলে তিনি বিজ্ঞ বিচারকের সামনে ২২ ধারার জবানবন্দি প্রদান করেন। এর পূর্বে মুক্তা খাতুনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
Leave a Reply