শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ৬৩ আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭৭ জন। মারা গেছে ৩৩ জন ও সুস্থ্য হয়েছেন ১৪৭৩জন। মঙ্গলবার ১৮ আগষ্ট সকালে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন সাংবাদিকদের জানান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১৫৫টি করোনা নমুনার রিপোর্ট পেশ করেন। এর মধ্যে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৫২জন, শার্শা উপজেলায় ৬জন,ঝিকরগাছা উপজেলায় ৪জন ও কেশবপুর উপজেলায় ১জন রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ যাবত ১৭ আগষ্ট যশোর জেলা থেকে ১০৫৩২ জনের শরীর থেকে নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৯২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২৪৭৭ জনের শরীরে করোনা পজিটিভ আসে। পেন্ডিং রয়েছে ১৬১১জন। সোমবার ১৭ আগষ্ট যশোর জেলা থেকে ১০৩টি নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ১৮ আগষ্ট যশোর জেলা থেকে ১৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ যাবত আক্রান্তের মধ্যে যশোর জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক সেবিকা ও কর্মচারীর সংখ্যা ১৮৭জন বলে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হাইয়ূম জানিয়েছেন।
Leave a Reply