বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:২১ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামে দ্বিতীয় স্ত্রী কে মেনে না নেওয়ায় দুই সন্তানের জননী প্রথম স্ত্রী রীনা বেগম (২৫) কে শারীরিক নির্যাতন করেছে স্বামী লালন খলিফা (৩৫) ।
গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) এ ঘটনা ঘটে । জানা যায় , পার্শ্ববতী বাগধা গ্রামের আহম্মাদ খলিফার মেয়ে রীনা বেগম এর সাথে ১৫ বছর পূর্বে বিয়ে হয় দীঘলিয়া গ্রামের আশরাফ আলী খলিফার ছেলে লালন খলিফার । বিয়ের সময় শশুর বাড়ী থেকে মেয়ের জামাই কে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয় । ব্যবসার সুবাদে নবাবঞ্জে দ্বিতীয় বিয়ে করে । বন্ধ করে দেয় প্রথম স্ত্রী ও সন্তানদের খোজখবর নেয়া । এক পর্যায়ে ঘটনার দিন বিকালে দ্বিতীয় স্ত্রী কে নিয়ে লালন বাড়িতে আসলে প্রথম স্ত্রী রীনা ঘরে ঢুকতে বাধা দেয় । ক্ষিপ্ত হয়ে দিনে ও রাতে শারীরিক নির্যাতন চালায় লালন । খবর পেয়ে ভাঙ্গারহাট ফাড়ি পুলিশ ঘটনা স্থলে পৌছে রীনা বেগম কে উদ্ধার করে । স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে । অখিল পান্ডে ,সরস্বতী পান্ডে , দ্বীগবিজয় পান্ডে ,মেনুকা পান্ডে , লক্ষী পান্ডে, কল্পনা পান্ডে , সালমা বেগম ,নাসিমা বেগম সহ একাধিক এলাকা বাসি সাংবাদিকদের জানান – লালন তার স্ত্রী রীনা বেগম কে বিয়ের পর থেকে শারীরিক নির্যাতন করে আসছে । লালন এর বাড়িতে গেলে চায়না বেগম ,রাকিবুল ইসলাম , প্রিয়া আক্তার , জাহানারা বেগম জানান – লালন তার স্ত্রী রীনা বেগম কে একটা থাপ্পড় মেরেছে । লালনের ছেলে- মেয়েদের জিজ্ঞাস করা হলে তারা মারপিটের ঘটনা স্বীকার করে । লালনের পিতা আশরাফ আলী খলিফা সাংবাদিকদের বলেন – ছোট বৌ মা ঘরে ঢুকতে গেলে , বড় বৌ মা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তখন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয় । রীনার স্বামী লালন কে বাড়িতে পাওয়া যায় নাই । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply