শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় চারমাদক বিক্রেতাকে আটক করেছে।তাদের কাছ থেকে একশ’ ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
আটককৃতরা হচ্ছে যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মিজান হোসেন,আরবপুরের শুকুর আলীর ছেলে আলাউদ্দিন ও শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত জাফর আলীর ছেলে আকাশ ও বেজপাড়া এলাকার সাধন রায়ের ছেলে পুলক রায়। এসআই মোশারফ হোসেন জানান শুক্রবার সকাল ৯টার দিকে শহরতলীর শানতলা বিনোদিয়া পার্কের সামনে থেকে মিজানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে সদর ফাঁড়ির এটিএসআই ভোলানাথ দাস জানান একই দিন বেজপাড়া পুজামন্দিরের সামনে থেকে আলাউদ্দিন ও আকাশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া কোতয়ালি থানার এসআই হাসানুর রহমান জানান একই দিন রেল রোড এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ পুলক রায়কে আটক করা হয়। এ ব্যাপারে যশোর
কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
Leave a Reply