মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জিহাদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের বলারামপুর মাথানাড়ী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত জিহাদ ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান এমএ খালেক সরকার জানান, সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায় জিহাদ। পরে শিশুটিকে উঠানে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুর থেকে জিহাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
জয় বাংলা নিউজ/মঈন উদ্দীন চিশতী
Leave a Reply