বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৪:৫২ অপরাহ্ন
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ডা. মোহাম্মদ আলীর আয়োজনে আনোয়ার হোসেন চক্ষু ও জেনারেল হাসপাতালে সৌজন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শনিবার সারাদিন ব্যাপি সকল প্রকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
এসময় দরিদ্র রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়। উপজেলারসহ পৌর সদরের শত শত রোগীদের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন ডা. মোহাম্মদ আলী। করোনা ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছেন। তিনি এবার গুরুদাসপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ডা. মোহাম্মদ আলী বলেন, মানুষের মুক্তিই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্রমুক্ত, নিপীড়ন-শোষণমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ওরা তাঁর আদর্শেও শত্রু ছিল, তারা ৭৫ সালের ১৫ আগষ্ট তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। এটা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য হত্যাকা-। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ হত্যা করতে চাইছিল। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। ডা. মোহাম্মদ আলী ১৫ আগষ্টে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply